শিশুদের মাধ্যমেও ছড়াচ্ছে করোনা!

নিঃশব্দে সংক্রমণ ছড়িয়ে পড়ছে শিশুদের থেকে। চিকিৎসা বিষয়ক একটি পত্রিকায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন গবেষকরা। তাদের মতে, করোনায় প্রাপ্তবয়স্কদের মতো শিশুরা হয়তো অসুস্থ হয়ে পড়ে না, কিন্তু তারা করোনা বয়ে আনতে পারে বাড়িতে। তাদের থেকেই বাড়ির ভিতরে ছড়াতে পারে সংক্রমণ।
করোনা সংক্রামিত এলাকার ১৯২ জন শিশুর উপর একটি গবেষণা চালানো হয়েছিল। গবেষক দলের প্রধান লায়েল ইয়োনকের বলেন, ‘সব বয়সী শিশুর মধ্যে উচ্চমাত্রায় ভাইরাসের উপস্থিতি দেখে আমি অবাক।’
হাসপাতালে আইসিইউতে ভর্তি কোভিড আক্রান্তদের থেকেও এই মাত্রা অনেক বেশি বলে জানিয়েছেন তিনি। আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকদের এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে জার্নাল অব পেডিয়াট্রিকসে।

এদিকে, স্কুল খোলা নিয়ে আমেরিকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে ফেডারেল সরকারের দড়ি টানাটানি শুরু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো এলাকায় ভাইরাস সংক্রমণের হার কম থাকলে স্কুল খোলা যেতে পারে। এই অবস্থায় স্কুল খোলার সিদ্ধান্ত পুরোপুরি স্থানীয় প্রশাসনের উপর ছেড়ে দিয়েছে ফেডারেল সরকার।

সারাবিশ্বে কিন্তু করোনার দাপট এখনও অব্যাহত। বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৬৪০ জন। মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৯১ হাজার ৬৭৮ জনের। মৃত ও আক্রান্তের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষ ১ হাজার ৩৯০। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৩৬৫ জনের। ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৪ লক্ষ ৬০ হাজার ৪১৩ জন আক্রান্ত এবং ১ লক্ষ ১১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে সাম্বার দেশে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। স্পেনে একদিনে ৩ হাজার ৭১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। জুন মাসের পর থেকে একদিনে স্পেনে এটাই রেকর্ড সংক্রমণ বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্যদপ্তর।
সূত্র : র্ব্তমান


শেয়ার করুন