নিজস্ব প্রতিবেদকঃ
শহরে কাল বৈশাখি ঝড়ে ৩০ মিনিটে শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড।
গত শনিবার(৪ এপ্রিল) ককসবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্হ শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুতুব একাডেমি ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়।
জানাযায়, স্কুলের অফিসসহ টিনসেট ভবন বিধ্বস্ত হয়ে গেছে।
টিনের চালা উড়ে নিয়ে গেছে দমকা হাওয়া ও কাল বৈশাখি ঝড়ে। আসবাবপত্র ভেঙে গেছে।
বর্তমানে অফিস ও একাধিক শ্রেণিকক্ষ খোলা রয়েছে।
স্কুল কমিটির সদস্য মোঃ শহীদুল্লাহ্ জানান, একদিকে আর্থিক সংকট অন্যদিকে স্কুল সংষ্কারের উপকরণ মেলানো দায়। করোনা পরিস্থিতিতে সারাদেশের মতো শহরের দোকানপাট ও বন্ধ। টিন ও কাঠসহ অন্যন্য উপকরণ ও পাওয়া যাচ্ছেনা। এখন আমরা উভয় সংকটে দিশেহারা।
পরিস্থিতি শিথিল হলে এ অবস্হায় স্কুলের ৪ শতাধিক ছাত্র ছাত্রীর পড়ালেখা নিয়ে শংকা প্রকাশ করছেন স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন সিকদার।
জেলা প্রশাসকের নিকট স্কুল মেরামতের আবেদন জানিয়েছে স্কুল কতৃপক্ষ।
ভবন বিধস্ত হওয়ায় ক্লাস করানো কষ্টকর হয়ে পড়তে পারে জানায় এলাকাবাসী।