বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।নিহত আবুল কালাম কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
তিনি জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে ।
সম্প্রতি কক্সবাজার শহর ও আশপাশ এলাকায় খুন ছিনতাই আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদ মৌসুমিকে কেন্দ্র করে জনমনে চরম আতংক বিরাজ করছে। অনেকে জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- নিহত আবুল কালাম দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা এলাকার সরিতলা গ্রামের স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘ সময় ধরে কক্সবাজার শহরতলির পাওয়ার হাউজ এলাকার হাজীপাড়ায় স্বপরিবারে বসবাস করছেন।
নিহত আবুল কালাম এর ভাগিনা জানান, নিহত আবুল কালাম তার ( আবুল কালামের) বোনের জন্য শহরের পানবাজারে ওষুধের জন্য বের হয়ে বিজিবি ক্যাম্প এলাকার আমগাছ তলা নামক স্থানে পৌছলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে এক টমটম চালক তাকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান আবুল কালাম চট্টগ্রাম শহরের একটি জুতার দোকানে চাকরী করতেন। তিনি ১লা রমজান চট্টগ্রাম থেকে কক্সবাজারের বাসায় আসেন।