শহরের প্রধান সড়ক প্রশস্থকরণ কাজ শুরু করল কউক

শহর প্রতিনিধিঃ

অবশেষে শুরু হয়েছে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ।

২ নভেম্বর সোমবার সকাল থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সড়কের প্রশস্তকরণে কাজ শুরু করা হয়েছে।

পর্যটন শহরে ৫.২ কিলোমিটার দীর্ঘ সড়কটির হলিডে মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত অংশ প্রথম ধাপে কাজ শুরু হয়।

এই অংশে সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে কউক।

প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫.২ কিলোমিটার সড়কটি ৫০ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষ চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ।

গত ১৮ অক্টোবর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছিল।

সোমবার বিকালে সড়কের কাজের পবিদর্শনে গিয়ে কউক চেয়াম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ বলেন, অতীতে সড়ক ও জনপদ বিভাগ যে জমি অধিগ্রহন করেছিল তাতেই সড়ক নির্মিত হবে।

তিনি বলেন, কোন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি কউক অধিগ্রহন করবেনা।

সড়ক উন্নয়ন ও প্রশস্থকরণ কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।


শেয়ার করুন