লিংকরোড় মহুরিপাড়ায় ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরতলির দক্ষিণ মুহুরী পাড়ায় ছুরিকাঘাতে মোঃ সাবিল (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকাটিই দঃক্ষিণ মুহুরী পাড়া নামে পরিচিত।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাবিল ওই এলাকার হাকিম উল্লাহর ছেলে ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের ছাত্র।

নিহত যুবকের ফুফাতো ভাই মোহাম্মদ শহীদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে তিনি জানান, সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার হোসেন নামে এক যুবকের সাথে নিহত সাবিল ও তার বন্ধু মোবারকের কথা কাটাকাটি হয়। তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যার যার মতো চলে যান তারা। পরে ছুরি নিয়ে এসে সাবিলকে একা পেয়ে বুকসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যপরি ছুরিকাঘাত করে হোসেন। এতে সাবিল গুরুতর আহত হন।

স্থানীয়রা ছুরিকাহত সাবিলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


শেয়ার করুন