আমির ভান্ডার দরবার শরীফে ১২ দিনব্যাপী জশনে ঈদ এ মিলাদুন্নবী

রাসূলে(স): জীবন আর্দশ অনুসরন ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় – নুর মোহাম্মদ রানা

সনজয় সেন.পটিয়া সংবাদদাতা :

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ১২ দিনব্যাপী জশনে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে খতমে সালাওয়াতে রাসুল মাহফিল গতকাল সোমবার রাতে ১১ তম দিবসে শাহসূফী মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুনুর রশিদ শাহ্ আমিরী সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ চট্টগ্রাম বিভাগের প্রধান নুর মোহাম্মদ রানা, এতে প্রধান অলোচক ছিলেন আলহাজ আল্লামা সৈয়দ হামিদুল হক,আরো বিশেষ আলোচক ছিলেন আলহাজ আল্লামা শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ্ আমিরী,আলহাজ¦ শাহজাদা সৈয়দ শামসুদ্দোহা শাহ আমিরী, শাহজাদা সৈয়দ নুরুলহুদা শাহ্ আমিরী, আলহাজ¦ শাহজাদা মোরশেদ্দুজ্জমান আমিরী,মাওলানা মেহরাজুল আলম,আলহাজ¦ মনুজুরুল আলম,মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন,আল্লামা মুহাম্মদ রেজাউল মোস্তাফা কায়সার প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, রাসুলে পাক (স):র জীবন আর্দশ অনুসরন ছাড়া বিশ^ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নই। ইসলাম শান্তির ধর্ম, যারা ইসলামের পথে চলে তাদের আল্লাহ সবসময় তাদের রক্ষা করেন। আজ বিশে^ ইসলামের মধ্যে যে হানাহানি হচ্ছে তারা যদি ইসলামের সঠিক আর্দশ ধারন করে জীবযাপন করতেন তাহলে আজ এই অশান্তি হত না। তাই আমাদের সকলের উচিত ইসলামের আর্দশ বুকে ধারন করে শান্তি প্রতিষ্টা করা


শেয়ার করুন