ইসলাম মাহমুদ, সিটিএনঃ
রামু সেনানিবাস ককক্সবাজার শহরে করোনার প্রাদুর্ভাবে অসহায়, কর্মহীন, দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
পরে সেনাবাহিনীর ত্রাণবাহী গাড়ির বহর শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়ায়। সেখানে অপেক্ষমান হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আলী আহমদ বলেন সেনাবাহিনীর ত্রাণের বস্তা পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া করছি।
ত্রাণ বিতরণকালে সেনা বাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।