আব্দুল মালেক সিকদার, রামু:
রামুতে ৪টি বিস্ফোরিত বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ২৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাসস্থ আমতলীয়া পাড়ার রাস্তার সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন লোক এগুলো ককটেল বলে জানান।
বোমাগুলো কখন বিস্ফোরণ করা হয়েছে বা কারা ফেলে গিয়েছে-সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
তবে, কোন পক্ষ কাউকে ফাঁসাতে বিস্ফোরিত বোমাসমূহ ফেলে যেতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছে।
রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, হঠাৎ বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ওঠে। তাদের দেয়া খবরের ভিক্তিতে রামু বাইপাসস্থ ব্র্যাক অফিসের উত্তর পাশে আমতলীয়া পাড়ার সামনে থেকে পড়ে থাকা অবস্থায় দেশীয় তৈরী ৪টি বিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বোমা উদ্ধারকালে থানার ওসি তদন্ত মিজানুর রহমান, এসআই মংছাইসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রামুতে ৪টি বিস্ফোরিত বোমা সাদৃশ বস্তু উদ্ধার
শেয়ার করুন