রামুতে বাস উল্টে দুই যাত্রী নিহত, আহত ১৪

রামু প্রতিনিধি :

রামুর জোয়ারিয়ানালায় ইউনিক বাস উল্টে ১ জন পুরুষ ও ১ জন মহিলার মৃত্যু হয়েছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ঢালার মুখ এলাকায় যাত্রীবাহী ইউনিক পরিবহন (চট্রমেট্রো ব ১১-০০৮৭) বাস উল্টে গিয়ে দুইজনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছেন। চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার অভিমুখী ইউনিক পরিবহনের বাসটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

শুক্রবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী জেসমিন আক্তার (৩৫ ) ও আরও একজনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও জানান আহত হয়েছে ১৪ জন। তার মধ্যে ৮ জন কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জন রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


শেয়ার করুন