রামুতে করোনায় কর্মহীনদের জন্য ‘একলাব’ এর অনুদান

সোয়েব সাঈদ, রামু :

রামুতে করোনায় কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠির জন্য উপজেলা প্রশাসনের তহবিলে অর্থ সহায়তা দিয়েছে এ্যালায়েন্স ফর কোঅপারাশেন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব)। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার কাছে অনুদানের ১০ হাজার টাকা চেক তুলে দেন, একলাব এর কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার মো. জুলফিকার আলী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রামু উপজেলা পরিষদ চত্বরে চেক প্রদানকালে, একলাব এর কক্সবাজার টিম লিডার রাশেদুল হাসান রাশেদ, রামু উপজেলা উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ, একলাব এর কর্মী ময়না বড়–য়া উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিশ^ মহামারী করোনা ভাইরাসের ফলে সৃষ্টি সংকটময় পরিস্থিতিতে ত্রাণ সহায়তা তহবিলে অনুদান দেয়ায় এ্যালায়েন্স ফর কোঅপারাশেন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এভাবে ছোট-বড় সকল সংস্থাকে করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এ্যালায়েন্স ফর কোঅপারাশেন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার মো. জুলফিকার আলী জানিয়েছেন, একলাবের নির্বাহী পরিচালক, রেডিও নাফের সিইও ও বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় রামু উপজেলা ছাড়াও টেকনাফ এবং উখিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলেও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিক এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।


শেয়ার করুন