সিটিএন ডেস্কঃ
ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর (রোববার) সকালে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে মাথার খুলি ও হাড় গুলো উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী থানা ওসি (তদন্ত) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১২ টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকসহ মাথার খুলি ও হাড় গুলি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার আসল রহস্য কি তা তদন্ত করে বের করা হবে। আর এবিষয়ে পরে বিস্তারিত গণমাধ্যকে জানানো হবে বলে জানান তিনি।