মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

সিটিএন ডেস্ক

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধে মুফিজ ইসলাম (৩২) এক ইয়াবা কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ইয়াবাসহ ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আজ বুধবার (২৪ অক্টোবর) ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন আল মনসুর হ্যাচারী এলাকায় দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ পায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত লাল মিয়ার পুত্র মুফিজ আলম (৩২)।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ বিডি২৪লাইভকে জানান, বন্দুকযুদ্ধে নিহত মুফিজ নামে এক ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন