মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

আকাশমণ্ডলীর রক্ষক মহান আল্লাহ

ইরশাদ হয়েছে, ‘আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে।’ (সুরা : সাফফাত, আয়াত : ৬-৭)

মন্দ লোকেরাই উপদেশ গ্রহণ করে না

ইরশাদ হয়েছে, ‘যখন তাদের উপদেশ দেওয়া হয় তারা (মন্দ মানুষ) তা গ্রহণ করে না।’ (সুরা : সাফফাত, আয়াত : ১৩)

আল্লাহর নিদর্শন নিয়ে উপহাস কোরো না

ইরশাদ হয়েছে, ‘তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে এবং বলে, এটা এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না।’

(সুরা : সাফফাত, আয়াত : ১৪-১৫)

পরকালে অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ

ইরশাদ হয়েছে, ‘তারা বলবে, দুর্ভোগ আমাদের জন্য। এটাই তো কর্মফল দিবস।’ (সুরা : সাফফাত, আয়াত : ২০)

আল্লাহ একনিষ্ঠ বান্দাদের সম্মানিত করবেন

ইরশাদ হয়েছে, ‘তারা তারা নয়, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। তাদের জন্য আছে নির্ধারিত রিজিক—ফলমূল আর তারা হবে সম্মানিত।’ (সুরা : সাফফাত, আয়াত : ৪০-৪১)


শেয়ার করুন