মহেশখালীর ছালামত খানের ইন্তেকাল 

সিটিএন রিপোর্টঃ

কক্সবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মহেশখালীর ছালামত উল্লাহ খান (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩ নভেম্বর ভোর ৬টা ৫৫ মিনিটে ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের সন্তান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ফারুক খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছালামত উল্লাহ খান মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ফকিরাঘোনার মরহুম হামিদ বক্স ও মরহুমা সুয়াজান বিবি’র পুত্র।

এডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তার পিতার মৃতদেহ কক্সবাজারে আনার পর প্রথমে কক্সবাজার শহরে ও পরে মহেশখালীর ফকিরা ঘোনায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পর মহেশখালীর ফকিরা ঘোনা পারিবারিক কবরস্থানে ছালামত উল্লাহ খানকে তার পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।

ছালামত উল্লাহ খান জীবদ্দশায় কক্সবাজার চেম্বর অব কমার্সের সভাপতি, মহেশখালী মাল্টিপারপাস সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও কল্যাণধর্মী প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মৃত্যুকালে ছালামত উল্লাহ খান স্ত্রী, ৩পুত্র ও ৪কন্যা সন্তান সহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।


শেয়ার করুন