ডেস্ক নিউজ
মহেশখালী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বাবু প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে এক দল পুলিশ মহেশখালীতে সাড়াশি অভিযান চালিয়ে নাশাকতা মামলার ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানায়ায় গত ০৩ নভেম্বর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীরতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতা মামলার আসামি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সচিমারপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিন এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম(৪৮),শাপলাপুর পশ্চিমপাড়ার নুরুল কবিরের পুত্র আব্দুল মান্নান (৩০) শাপলাপুর মিঠাছগি এলাকার জালাল আহম্মদ এর পুত্র মোর্শেদ (৩২) শাপলাপুর দিনেশপুরের মাওলানা আব্দুল হক এর পুত্র মোঃ রিয়াজুল ইসলাম(৩৫) মাতারবাড়ি তিতামাঝজিপাড়ার মৃত এখলাস মিয়ার পুত্র নুরুজ্জামান (৩০) মাতারবাড়ি মিয়াজিরপাড়ার আব্দুল মজিদের পুত্র মোঃসোহেল(২৩) হোয়ানক পানিরছড়া এলাকার মৃত মোঃরশিদের পুত্র মোঃছৈয়দ কবির (৪০) কালামারছড়া আধারঘোনা এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র আনোয়ার হোসেন (৩৭)কালামারছড়া ছড়ার লামা এলাকার মৃত হাজী মোঃ শরীফ এর পুত্র মোহাম্মদ উল্লাহ (৫০) কালামারছড়া মিজ্জিরপাড়া এলাকার মৃত হাজী গুরা মিয়ার পুত্র একরামুল হক (৫৮) শাপলাপুর সাতঘর পাড়া এলাকার মৃত হাজী আসদ আলীর পুত্র মৌলভী আব্দুল গফুর (৫৬) কে আটক করে। মহেশখালী থানার মামলানং-৩
তারিখ০৪-১১-২০১৮খ্রিঃ ধারা-১৯৭৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫(ঘ)
পরবর্তিতে তাদের উভয়কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।