সংবাদ বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম বায়তুশ শরফের পীর বাহারুল উলুম শাহ্ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী, কক্্সবাজার শহর আমীর সাইদুল আলম, সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা কুতুব উদ্দিন ছিলেন দক্ষিণ চট্টগ্রামে আধ্যাতিœক জগতের এক উজ্জ¦ল নক্ষত্র।
তাঁর জ্ঞান-গরিমা ও আধ্যাতিœকতার আলোয় আলোকিত হয়ে অনেক মানুষ সত্যিকার দ্বীন ইসলামের সন্ধান পেয়েছেন। সমাজ ও সমাজের উন্নয়নকে ধারণ করে আধ্যাতিœকতা চর্চার জন্য বায়তুশ শরফের অবদান সকলের কাছে সমাদৃত। কক্্সবাজারে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বায়তুশ শরফের পীর মরহুম মাওলানা কুতুব উদ্দিনের ভূমিকা কক্্সবাজারবাসী কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা এই মহান আধ্যাতিœক পুরুষ মরহুম মাওলানা কুতুব উদ্দিনের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। শোকাহত পরিবার-পরিজন ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অপরদিকে কেন্দ্রীয় বায়তুশ শরফ মাসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহর জামায়াতের আমীর সাইদুল আলম, সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক।