বাংলা চ্যানেল পাড়ি দিলেন ভারতের নাসরিন

সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ভারতের নারী তাহরিনা নাসরিন। শুক্রবার তিনি ৯টা ২৫ মিনিটের সময় টেকনাফের শাহ পরীর দ্বীপের জেটি থেকে সাঁতার শুরু করেন কলকাতার হাওড়া জেলার ২৪ বছর বয়সী এই নারী।

এভারেস্ট একাডেমির আয়োজনে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন (বাংলা চ্যানেল) দিয়ে সেন্টমার্টিন পৌঁছেন নাসরিন দুপুর ১২টা ৩৫ মিনিটে।

১৬.১ কিলোমিটার সগর পথ পাড়ি দিতে নাসরিনের সময় লাগে ৩ ঘন্টা ১০ মিনিট ২৭ সেকেন্ড । এই সাঁতা সহযোগিতা করছেন ফিজিওথেরাপি সেবা প্রদানকারী সংস্থা ও লাইফগার্ড’র উদ্ধারকর্মীরা।

এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা সেখ আফসার আহমেদ। তিনি বলেন, আমার মেয়ে সমুদ্রের উত্তাল ঢেউ, জেলিফিশ ও অন্যান্য প্রতিকূলতা অতিক্রম করে বাংলা চ্যানেল পাড়ি দিবেন ইনশাআল্লাহ।

এর আগে ২০১৫ সালে ৫৬ কিলোমিটারের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন তাহরিনা।


শেয়ার করুন