বর্ধিত ভাড়া বাতিল ও পুর্বের ভাড়া বহালের দাবি

সংবাদ বিজ্ঞপ্তিঃ

করোনা মহামারিী লকডাউন অযুহাতে পরিবহন মালিকপক্ষ একলাফে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করায় যাত্রী সাধারণের আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে ভুক্তভোগী যাত্রীরা জানান। এছাড়া ভাড়া বৃদ্ধি নিয়ে গণপরিবহনে যাত্রী-শ্রমিক হাতাহাতি, মারামারির ঘটনা ও ঘটেছে। ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী বন্ধে করোনা সংকটকালীন সময়ে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ককসবাজার যাত্রী কল্যাণ পরিষদ।
পরিষদের সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।
সাধারণ সম্পাদক এড. আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা এড. মামুনুর রশীদ মামুন, এমইউ বাহাদুর, বেলাল উদ্দিন, এড. আমিনুল হক, জসিম উদ্দিন, তৈয়ব উল্লাহ, হোসনি মোবারক শাহিন।

বক্তারা বলেন, করোনা সংকটকালে বিশ্বের কোথাও দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করা হয়নি কিন্তু স্বাস্থ্যবিধির অযুহাত দেখিয়ে পরিবহন মালিকপক্ষ বাসের ভাড়া একলাফে ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও কিন্তু দেশের কোন গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বর্ধিত ভাড়া নিয়ে সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পুর্বের ভাড়া বহালের দাবি ও জানানো হয়।


শেয়ার করুন