পুর্ণিমার জোয়ারে কুতুবদিয়ার উত্তর ধুরুং সয়লাব

হুমায়ুন সিকদারঃ

পুর্ণিমার জোয়ারে কুতুবদিয়ায় উত্তর ধুরুংয়ের কায়সার পাড়া প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
আগামী ৩-৪ দিন জোয়ারের পানি আরো বৃদ্ধি পেতে পারে।
বৈশাখের আবহাওয়ায় এই অবস্থা! আসন্ন বর্ষা মৌসুমে ইউনিয়নের চর ধুরুং, আকবর বলী পাড়াসহ কয়েক স্হানেও জোয়ারের পানিতে সয়লাব হতে পারে বলে জানান স্হানীয় ইউনিয়নের চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী।

এলাকাবাসি জানায় বর্ষা মৌসুম আসলেই আমরা আতংকে থাকি। বর্তমান সরকার বেড়িবাঁধ নির্মাণ করার প্রকল্প শুরু করেছে কিন্তু এখনো নির্মাণ কাজ না হওয়ায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে বর্ষাকালে লোকালয়ে জোয়ারের পানিতে একাকার হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিস্ঠানকে দুষছেন এলাকার সচেতন মহল।

করোনা মহামারিতে দিশেহারা এলাকাবাসী এ অবস্থায় পুর্ণিমার জোয়ারের পানি আরেক ভোগান্তি বলে জানায় আসহাব উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী জুন মাসে বর্ষায় উপজেলার আলী আকবর ডেইল, ধুরংসহ মুরালিয়া, জেলেপাড়া, তাবলরচর, কাইসারপাড়া, বায়ুবিদ্যুৎ এলাকা, আকবরবলীঘাট, চর ধুরুংসহ ১৫টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শংকা প্রকাশ করেছে ভুক্তভোগীরা।

ইউএনও জিয়াউল হক মীর জানান, পূর্ণিমার কারণে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি ওই এলাকা পরিদর্শন করেছি এবং যথাযথ ব্যবস্হা গ্রহণে পাউবোকে পরামর্শ দিয়েছি।

জানাযায়, কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। এসব বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে বর্ষায় পানি ঢুকে প্লাবিত হয় ১৫টি গ্রাম। তখন পানিবন্দি হয়ে পড়ে কয়েকশ পরিবার।


শেয়ার করুন