নিষিদ্ধ হল বিড়ি-সিগারেটসহ সব তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি! 

ডেস্ক নিউজঃ

করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে সাময়িকভাবে নিষিদ্ধ হলো তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রি। আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য দেন শিল্পমন্ত্রী।

এর আগে গত সোমবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

ওই আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তামাক গ্রহণ কোভিড-১৯’এর সংক্রমণ বাড়িয়ে তোলে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাক গ্রহণে নিরুৎসাহিত করেছে। এছাড়া গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ধুমপায়ীদের মারাত্মক ক্ষতি করে। অধুমপায়ীদের চেয়ে একজন ধুমপায়ীর করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১৪ ভাগ বেশি থাকে।

এর আগে প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশ তামাকজাত পণ্যের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশেও করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে।


শেয়ার করুন