প্রেস বিজ্ঞপ্তিঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি বিকেলে ধর্মীয় নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের জেলা যুগ্ম আহবায়ক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জেলা সদস্য সচিব এড. গোলাম ফারুক খান কায়সার, প্রধান বক্তা ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জেলা যুগ্ম সদস্য সচিব সারওয়ার সাঈদ।
মাওলানা আমিনুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্ম ও স্বাধীনতাকে সব বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাবে এবি পার্টি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওহিদুল আলম, মাওলানা মোখতার আহমদ, দলের জেলা কমিটির সহকারী সদস্য সচিব ও রামু উপজেলা আহবায়ক এড. সালাহ উদ্দিন আহমদ, সহকারী সদস্য সচিব জিয়াবুল হোসাইন, জেলা কমিটির সদস্য নেয়ামত উল্লাহ, মো: নাছির উদ্দিন, মোহাম্মদ হাসান ও প্রমুখ।