সিটিএন ডেস্কঃ
দেশের ৩৫ হাজার কিলোমিটার নদীপথের এখন মাত্র ২৮ হাজার কিলোমিটার টিকে আছে। যথাযথ পদক্ষেপ না নিলে এ পথ বিলীন হতে খুব বেশি সময় লাগবে না। গুটিকয়েকের স্বার্থে নদী ও পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর সঙ্গে সম্পৃক্ত খাল, প্লাবন অঞ্চল ও জলাশয়গুলো বেপরোয়াভাবে ভরাট করে আবাসন প্রকল্প গড়ে উঠছে। এ সব কারণে নদী রক্ষায় আইনসম্মত, সমন্বিত ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশবাদী ৩০টি সংগঠন।
সোমবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এরর উদ্যোগে প্রায় ৩০টি নদী ও পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে বুড়িগঙ্গা ব্রিজের নিচে (বছিলা পুরাতন বিদ্যালয় মাঠে) ‘নদীকে নদীর মতো রাখার দাবি’তে প্রতীকী কাগজের নৌকা ও কলার ভেলা ভাসানো কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
বাপা ছাড়া অন্য সংগঠনগুলো হচ্ছে আলুবাজার বন্ধু সংঘ, ক্লিন রিভার বাংলাদেশ, ক্যাপস, গ্রীন ভয়েস, জাতীয় নদী জোট, জাতীয় নদী রক্ষা আন্দোলন, ঢাকা যুব ফাউন্ডেশন, নদী অধিকার মঞ্চ, নদী পক্ষ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, নিরাপদ চিকিৎসা চাই, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, পরিবেশ আন্দোলন মঞ্চ, সুবন্ধন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, বছিলা উচ্চ বিদ্যালয়, বনলতা নারী উন্নয়ন সংস্থা, বুড়িগঙ্গা রিভারকিপার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বারোগ্রাম উন্নয়ন সংস্থা, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার, রিভার অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, শীতলক্ষ্যা বাঁচাও আন্দোলন, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা, সেভ দ্য রিভারস, সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশ, সচেতন নাগরিক সমাজ সংগঠন, সচেতন নগরবাসী ও তুরাগ নদী সুরক্ষা কমিটি।
বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। উপস্থিত থেকে সংহতি জানান বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, গ্রীন ভয়েসের মুখ্য সমন্বয়ক আলমগীর কবির, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, ক্লিন রিভার বাংলাদেশ-এর প্রধান নির্বাহী সোহাগ মহাজন, নদী অধিকার মঞ্চ-এর নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, বারোগ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, বছিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন, নিরাপদ চিকিৎসা চাই-এর মহাসচিব উম্মে সালমা, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার সহ-সম্পাদক সেলিম হোসেন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদসহ অংশগ্রহণকারী সংগঠনগুলো প্রতিনিধিরা।
ড. মুজিবুর রহমান হাওলাদার প্রতীকী কাগজের নৌকা ও কলার ভেলা ভাসানো কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ড. হাওলাদার বলেন, আমরা শিল্পায়ন চাই। কিন্তু নদ-নদী ও পরিবেশ ধ্বংস করে নয়। যাদের কারণে দেশের নদী ও পরিবেশ ধ্বংসের দারপ্রান্তে তাদের ক্রিমিনাল আইনের আওতায় এনে শাস্তির বিধান চালুর দাবি জানান তিনি।
শরীফ জামিল বলেন, ব-দ্বীপ অঞ্চলের নদী হিসাবে আমাদের নদীগুলোর সঙ্গে সম্পৃক্ত শাখানদী, খাল, প্লাবন অঞ্চল ও জলাশয়গুলো বিলীন হতে চলেছে। নদী ও জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প গড়ে উঠেছে।
মিহির বিশ্বাস সংহতি বলেন, যারা নদী দখল ও দূষণের মাধ্যমে গ্রাস করছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আগে নদী পরে নগরায়ন।
দিবসটি উদযাপন উপলক্ষে বাপা’র আঞ্চলিক শাখার উদ্যোগে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চাটমোহর, পাবনা, ডিমলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, নড়াইল, খুলনা, বরিশাল, কক্সবাজার, মোংলা ও মহেশখালীতে ভিন্ন ভিন্ন ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে বলে বাপা জানায়।