ডেস্ক নিউজ:
চলতি বছরে ডেঙ্গু ভয়ংকর হয়ে উঠেছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা আর মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে আগেই। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৫০০ ছাড়িয়ে গেল।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। তাদের নিয়ে চলতি বছরে মশার কামড়ে ৫০০ মানুষের মৃত্যু হলো। অধিদপ্তর জানাচ্ছে, মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ছিলেন ৫ জন।
তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৫০৬ জনের। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৭৪ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ছিলেন ১৩২ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। ওই বছর ২৮১ জনের মৃত্যুর কথা জানায় অধিদপ্তর। কিন্তু চলতি বছরের ৩ আগস্ট সে রেকর্ড ভেঙে যায়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭০ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ২১৩ জন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ২৭ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন। মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৯৮ জন আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৮২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৫৯৭ জন। অর্থাৎ বছরের মোট রোগীর অর্ধেকই ভর্তি হয়েছে চলতি মাসের প্রথম ২৩ দিনে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ২৫৫ জনের।
এর আগে জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন, আর মৃত্যু হয়েছিল ২০৪ জনের। জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঁচ হাজার ৯৫৬ জন। সে সময় মারা যান ৩৪ জন।
বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে এক হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন এবং এপ্রিল ও মে মাসে দুজন করে। দেশে ডেঙ্গুর প্রকোপ প্রথম নজরে আসে ২০০০ সালে। এরপর সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী শনাক্ত হয় ২০১৯ সালে। কিন্তু চলতি বছরে সে রেকর্ড ভেরঙ নতুন রেকর্ড হয়। গত ২১ আগস্টে ২ হাজার ১৯৭ জনকে নিয়ে সেদিন পর্যন্ত মোট রোগী হয় ১ লাখ ২ হাজার ১৯১ জন।
২০১৯ সালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের।