‘আমরা কক্সবাজারবাসী’র বার্ষিক মিলন মেলা  

দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদ আমাকে পেছন থেকে টেনে ধরে-কউক চেয়ারম্যান 

ইসলাম মাহমুদঃ

গতকাল কক্সবাজারের অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ আমরা কক্সবাজারবাসী’র বার্ষিক মিলন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমম্যান লে. কর্ণেল ফোনকান আহমদ বলেন, আমি কক্সবাজারবাসীর জন্যই কাজ করে যাচ্ছি। সব সময় তা অব্যাহত থাকবে। ইতেমধ্যে আপনারা তার চিত্র দেখতে পাচ্ছেন। কিন্তু কিছু দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদ আমাকে পেছন থেকে টেনে ধরে। তবে সাধারণ মানুষ সাথে বলে তারা আমাকে আটকাতে পারেনা। তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সব বাধা ডিঙিয়ে আমি কক্সবাজারবাসীর জন্য কাজ করে যাবো।

তিনি বলেন, কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু অপরিকল্পিত ও অনৈকতার আশ্রয় নিয়ে কিছু আমলা ও রাজনীতিবিদ প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে কক্সবাজারের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। যুক্তিগতভাবে ‘আমরা কক্সবাজারবাসী ‘ সংগঠন এর প্রতিবাদ জানাতে পারে। এতে কক্সবাজারবাসীর স্বার্থ রক্ষা হবে।
‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের নেতৃবৃন্দকে কক্সবাজারের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করতে আহ্বান জানান।

‘ আমরা কক্সবাজারবাসী’র সংগগঠনের প্রধান উপদেষ্টা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সমন্বয়ক সাংবাদিক মহসিন শেখের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার কলেজের সাবেকক অধ্যক্ষ ফজলুল করিম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেহেরুজ্জামান, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক সমীর পাল, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের এপিপি সৈয়দ রেজাউর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি এড. মোঃ আবদুল্লাহ, মোঃ হেলাল উদ্দীন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুল হক।


শেয়ার করুন