বিএনপি’র স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল , কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ।
নেতৃবৃন্দ বলেন , মরহুম তরিকুল ইসলামের মৃত্যুতে জাতি একজন মহান মুক্তিযোদ্ধা রাজনীতিবিদকে হারাল। তিনি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পূরোধা ও স্বৈরাচার বিরোধী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনায়ক ছিলেন ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।