ইসলাম মাহমুদ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। তারা মাদক কারবারি বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় গুলিবিদ্ধি হয়ে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
শনিবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার জানান, দুই দল ইয়াবা বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা কারবারিরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী পুলিশ ও ইয়াবা বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ছয়টি দেশীয় অস্ত্র এবং বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করেছে।
ওসি জানান, আহত পুলিশ সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত মে মাসের মাঝামাঝি সময় থেকে সারাদেশে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইয়াবা আমদানির প্রবেশদ্বার হিসেবে খ্যাত টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন মাদক কারবারি মারা গেছেন। তবে কাউন্সিলর ইকরাম নিহতের ঘটনায় সমালোচনার পরিপ্রেক্ষিতে সারাদেশে মাদকবিরোধী অভিযানে কিছুটা স্থবিরতা আসে।