সিটিএন ডেস্ক
টেকনাফ বাহারছড়া ইউনিয়ন এলাকা থেকে পরিত্যক্ত এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ নভেম্বর বুধবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পাহাড়ের পাদদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ জানান, আজ ভোরে বাহারছড়া পাহাড়ের পাদদেশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জানা যায়, লাশটি হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়া পাড়া এলাকার মোবারক আলীর ছেলে আলী হোসেন।
তিনি আরো জানান, সোনা মিয়া একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।