ডেস্ক নিউজঃ
কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সমন্বয় ব্যতীত এনজিও সমুহ কোন ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করতে পারবেনা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গত ২৯ মার্চ জারীকৃত এক পত্রের আলোকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রোববার ৫ এপ্রিল এ নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়, এনজিও সমুহ তাদের পছন্দমাফিক ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ প্রদান করায় ত্রাণ বিতরণে দ্বৈততা পরিলক্ষিত হচ্ছে। ফলে উপকারভোগীদের প্রকৃত তালিকা প্রণয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ত্রাণ বিতরণে দ্বৈততা পরিহারের লক্ষ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পত্রের আলোকে এনজিও গুলোকে পছন্দ মাফিক তালিকা তৈরী থেকে বিরত থেকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ, খাদ্য সহায়তা, রান্নাকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করতে জারীকৃত পত্রে নির্দেশনা দেওয়া হয়েছে