জেলা প্রশাসক কক্সবাজার’র প্রতি “কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন” এর আবেদন

মাননীয়,
জেলা প্রশাসক মহোদয়, কক্সবাজার

বিষয় : ১ জুলাই হতে দোকানপাট খুলে কর্মচারীদের কর্মসংস্হান নিশ্চিত করা প্রসঙ্গে

জনাব,
যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমরা আপনার অধীনে থাকা কক্সবাজার শহরের নিরীহ দোকান কর্মচারী হই। আপনি ও আপনার পুরো প্রশাসন রাত দিন অকাল পরিশ্রম,যুদ্ধ করেই যাচ্ছেন কক্সবাজার এ করোনা মহামারীকে নিয়ন্ত্রণে রাখার জন্য। চলমান মহামারীর কারণে আজ আমরা দোকান কর্মচারীরা খুব বেশী অসহায় ও মানবেতর জীবনযাপন করিতেছি। কক্সবাজার পৌর শহরে আমাদের ২০ হাজারের ও বেশি কর্মচারী কর্মরত আছে।বিগত ২৪ মার্চ থেকেই দোকান পাঠ ও ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকাতে সকল কর্মচারীর কর্মসংস্থান বন্ধ।বর্তমানে আমরা সকলেই বেকারত্বের বুঝায় ও ঋন দেনায় জর্জরিত।আমাদের মধ্যে কারো কাছে জমা টাকা নেই যে,আমরা জমা টাকা হতে চলতে পারব।এ পর্যন্ত আমাদের কক্সবাজার পৌর শহরে অন্তত ১০-১২ হাজার পর্যন্ত দোকান শ্রমিক ছাটাই করা হয়েছে। এখন আমাদের পিঠ একেবারেই দেয়ালে ঠেকছে। আমরা এখন অসহায় মানবেতর জীবনযাপন করতেছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সহজেই যাচ্ছেনা এর মর্ম বুঝেই ব্যবসা বানিজ্য খলে দেয়ার মতো দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দেশ গরিব দেশ,এ দেশে বেকার ভাতা দেয়া হয়না।এই পৌর শহরের দোকান কর্মচারীরা আবারো তাদের কর্মস্থলে তথা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে ঘুরে দাড়াতে চাই। সারা দেশে আজ ব্যবসা প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা আছে। সেই ন্যায় আমাদের কক্সবাজারেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলা রেখে হাজার হাজার দোকান কর্মচারীদের কর্মসংস্থান নিশ্চত করার জন্য মহোদয়ের প্রতি বিনীত প্রার্থনা করছি।

নিবেদক
মোহাম্মদ সাহাব উদ্দিন
সেক্রেটারি
কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন
রেজিঃনং – চট্ট ১৩৯২/৮৯


শেয়ার করুন