মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কক্সবাজার গেইটের নিকটে করোনা জীবাণুমুক্তকরণ (Corona Virus Dis infections Tunnel) টানেল স্থাপন করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর পরিকল্পনায় আজিজনগর পয়েন্টে সোমবার ২০ এপ্রিল এই করোনা জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন করা হয়।
করোনা জীবাণুমুক্তকরণ টানেল টি উদ্বোধন করেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম। এসময় চকরিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্রগ্রাম থেকে অথবা অন্য যেকোন স্থান থেকে যাত্রী, ড্রাইভার বা হেঁটে আসা লোকজন এ স্থানে আসলেই সবাইকে উক্ত করোনা জীবাণুমুক্তকরণ টানেল দিয়ে প্রবেশ করে আসতে হবে। এই করোনা জীবাণুমুক্তকরণ টানেল দিয়ে প্রবেশ করলেই শরীরে করোনা ভাইরাস বা অন্য কোন জীবানু থাকলেই তা নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন স্থাপনকারী কারিগরী বিশেষজ্ঞরা। এতে সবাই চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবেন বলে কারিগরী বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। এই করোনা জীবাণুমুক্তকরণ টানেল কক্সবাজারে প্রথম স্থাপিত হলো।
এটি কার্যকর করার বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম এবং চকরিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সকলের সহযোগিতা চেয়েছেন।