চকরিয়া প্রতিনিধিঃ
আগামী ১১ এপ্রিল চকরিয়া পৌরসভার নির্বাচন। আরও একমাস সময় বাকী রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পৌরশহরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সরকারি-বেসরকারি অফিস ও চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনি আলোচনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ৯টি ওয়ার্ডে শুরু করেছে গণসংযোগ ও মতবিনিময় সভা। আগামী পৌর নির্বাচনে কে হচ্ছেন পৌরপিতা। এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমানে কাউন্সিলর প্রার্থীরা মাঠে ময়দানে নির্বাচনি তৎপরতা অব্যাহত রাখলেও মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছেন।
আগামী কয়েকদিনের মধ্যে দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার কথা রয়েছে বলে জানান ঢাকায় অবস্থানরত মেয়র প্রার্থীরা। ঢাকার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ মেয়র প্রার্থী। গত দুইদিনে উপজেলা নির্বাচনি অফিস থেকে ১২ নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। স্ব-স্ব কাউন্সিলর প্রার্থী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যারা সংগ্রহ করেছেন, তারা হলেন, বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন।
এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠ উত্তপ্ত হওয়ার আবাস পাওয়া যাচ্ছে। পৌরসভার ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। একে অপরের বিরুদ্ধে করছে সমালোচনা ও বিষোদগার। এতে নির্বাচনি মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা বাড়ছে ভোটারদের মাঝে।
সোমবার রাত দশটার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রেজাউল করিম নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, জায়গা জমির বিরোধের জেরধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তার পরিবারের অন্য সদস্যদেরকেও আসামী করা হয়েছে। মূলত তার জনপ্রিয়তায় ঈর্শান্তি হয়ে উপজেলা চেয়ারম্যান নানাভাবে ষড়যন্ত্র করছেন। নির্বাচনি মাঠকে বির্তকিত উপজেলা চেয়ারম্যানের অনুসারী দুই কাউন্সিলর প্রার্থী জড়িত রয়েছেন বলে দাবী করেন রেজাউল করিম।
অপরদিকে মঙ্গলবার বিকালে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার বাদশা ও সাইফুল ইসলাম বর্তমান কাউন্সিলর রেজাউল করিমের নানা অপকর্ম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেন, রেজাউল করিম নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার যুব সমাজের হাতে মাদক তুলে দিয়েছেন তিনি।
জমি দখল, মাদক ব্যবসা, অপহরণ, উন্নয়ন কাজের নামে লুটপাট চালিয়েছেন গত পাঁচটি বছর। গত পাঁচ বছর ধরে ২নং ওয়ার্ডের মানুষ তার হাতে জিম্মী ছিলো। তার অত্যাচার নির্যাতনে হাফিয়ে উঠেছে এলাকার মানুষ। এবারের নির্বাচনে মানুষ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই বর্তমান কাউন্সিলর রেজাউল করিম জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবী করছেন কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার বাদশা ও সাইফুল ইসলাম।
এদিকে চকরিয়া পৌরশহর নানা পোস্টারে ছেয়ে গেছে। শহরের সৌন্দর্য্যবর্ধন নষ্ট করেছে। বিশেষ করে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার সাটাঁনো হয়েছে। পরিণত হয়েছে ব্যানার-পোস্টারের শহরে।
পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে আছে। পৌরশহরের সৌন্দর্য ফেরাতে এরইমধ্যে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামসুল তাবরীজ ৮ মার্চের মধ্যে পোস্টার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। দির্দেশ দেওয়ার পরও এখনো পৌরশহরের বিভিন্ন এলাকায় পোস্টার রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে পোস্টার না সরালে আইনানুগ ব্যবস্থানা নেওয়া হবে বলে জানান উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামসুল তাবরীজ।