হুমায়ুন সিকদারঃ
বাংলাদেশ নৌবাহিনী থেকে উপজেলা প্রশাসনের নিকট প্রাপ্ত খাদ্য সামগ্রী আজ ও গতকাল কুতুবদিয়া উপজেলার কোয়ারেন্টাইনে থাকা ২০০ ব্যক্তিদের পরিবারের মাঝে আজ ও গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোয়ারেন্টাইনে থাকা অবশিষ্ট ব্যক্তিবর্গের পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান।
সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আপনার পাশেই উপজেলা প্রশাসন আছে ।
এখনো পর্যন্ত কুতুবদিয়া করোমামুক্ত বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ মে কুতুবদিয়ার করোনা আক্রান্ত ব্যক্তি মুলত ককসবাজারেই থাকে।
ককসবাজার থেকে ওই ব্যক্তি টেস্ট করায়, কুতুবদিয়া থেকে নয়।
লকডাউন
কক্সবাজার সদরে বসবাসকারী করোনায় আক্রান্ত কুতুবদিয়ার ছেলে দেলোয়ার গত ২৬ এপ্রিল থেকে ০১মে পর্যন্ত কুতুবদিয়ায় অবস্থান করার খবর নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট ৪ টি বাড়ি পুলিশ, আনসার, স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতায় লকডাউন করা হয়।