কুতুবদিয়ায় মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার পুরুষ্কার ও সনদ বিতরণ 

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলায় গতকাল ৪ নভেম্বর (রবিবার) বিকাল ৩টার সময় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ৭ম মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি রমিজ আহমদ কুতুবীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান সুজনের সঞ্চালনায়অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস,কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান নূরুচ ছাফা বি.কম,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শওকতুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা,শিক্ষক,ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে ২য় শ্রেণী থেকে ১০টি টেলেন্টপুল,২১টি সাধারণসহ মোট ৩১জন,৩য় শ্রেণী থেকে ৭টি টেলেন্টপুল,২৩টি সাধারণসহ মোট ৩০জন,৪র্থ শ্রেণী থেকে ৩টি টেলেন্টপুল,২৭টি সাধারনসহ মোট ৩০জন বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। টেলেন্টপুল ১৭টিসহ ৯১টি প্রাপ্ত বৃত্তি থেকে ১৪টি টেলেন্টপুল এবং ৪৭টি সাধারণ বৃত্তি পেয়ে উপজেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব পেলেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ,বি,সি মড়েল কিন্ডারগার্টেন স্কুল। এবং একই প্রতিষ্ঠানের তাসপী সোলতানা তানিয়া ৯২ নং পেয়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।


শেয়ার করুন