কুতুবদিয়ায় নবাগত ওসির চমক ও এ্যাকশন

বিশেষ প্রতিবেদকঃ

কুতুবদিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী অপরাধী আটক ও থানায় মুক্তিযুদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষণ ‘র মধ্যে দিয়ে এ্যাকশন ও চমক লাগিয়ে দিয়েছেন। তার দায়িত্ব পালনের শুরুতে ইয়াবাসহ এক যুবক আটক করলো থানা পুলিশ।

গতকাল রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোঃ ইসমাইল (২১) উত্তর ধুরুং এলাকার ৭ নং ওয়ার্ডের মিয়ার কাটা রমিজ আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এস আই সন্জয় সিকদার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফুডারপাড়া ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে বলে থানা সুত্রে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কুতুবদিয়া থানার নবাগত ওসি জানান, কুতুবদিয়াকে সন্ত্রাসী, মাদক, ডাকাতমুক্ত করনসহ সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে। এতে কুতুবদিয়ার সকল মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

নবাগত ওসি কুতুবদিয়া থানাকে দালাল মুক্তকরন ও ন্যায় বিচার পাওয়ার থানা হিসেবে গড়ে তুলবেন এইটাই দ্বীপবাসীর প্রত্যাশা।


শেয়ার করুন