ইত্তেফাকঃ
ইসরায়েলে করোনার টিকা নেওয়ার পর অন্তত ১৩ জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস (মুখ বেঁকে যাওয়া ) হয়েছে। করোনা টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ডব্লিউআইওএন-এর মতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনার টিকা নেওয়ার পর এ ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি।
এনিয়ে ওইসব লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওইসব লোকদের মুখমণ্ডল বিকৃত ঠিক হতে আবার করোনার টিকা দিতে চাচ্ছেন।
একব্যক্তি ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে বলেন, অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে।
নরওয়েতে ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যর ঘটনার পর এমন খবর এলো। এনিয়ে নরওয়ের কর্মকর্তারা জানিয়েছিল, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি।
নরওয়েতে ২৩ জনের মৃত্যু ছাড়াও করোনার টিকা নেওয়ার পর অনেকে শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, দিল্লিতেও শনিবার করোনার টিকা নেওয়ার পর ৫১ জনের শরীরে সামান্য এবং একজনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
সর্বশেষ এনডিটিভি জানিয়েছে, টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর ভারতে একজনের মৃত্যু হয়েছে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, ঐ ব্যক্তির মৃত্যুর সঙ্গে করোনা টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই। আউটলুক, ইন্ডিয়া কম