কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ০৮

৩ নভেম্বর সকাল ০৮.০০ টা হতে ০৪ নভেম্বর সকাল ০৮.০০ টা পর্যন্ত অফিসার ইনচাজর্, জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার, এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, এবং (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই দেবব্রত রায়, এসআই শেখ মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ আরিফ উল্লাহ, এসআই তৈমুর ইসলাম, এসআই এ্যানি রায়, এএসআই সাজেদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। নুরুন্নাহার মায়া, স্বামী- আব্দুল সাত্তার, সাং- পুকুর হাটি (পুরাতন করস্থানের পার্শ্বে) ইউপি- নুরুন্নাহার ০৪নং ওয়ার্ড, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, ০২। আশিকুর ইসলাম প্রঃ আশিকুর রহমান, পিতা- মৃত আব্দুল করিম প্রঃ পৃতিয়া, সাং- মধ্যম বাহারছড়া গনস্বাস্থ্যের পার্শ্বে, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। সাজ্জাদুর রহমান, পিতা- আব্দুল বশর, সাং- বাহারছড়া (আঃ সরর্দার কালুর) বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোঃ নুরু পিতা- জাফর আলম, সাং- দক্ষিণ বাহারছড়া ০২নং ওয়ার্ড ,থানা ও জেলা- কক্সবাজার, ০৫। জাফর আলম, পিতা- মৃত আব্দুল ছোবহান, সাং- দক্ষিণ বাহারছড়া ০২নং ওয়ার্ড ,থানা ও জেলা- কক্সবাজার, ০৬। শহিদুল ইসলাম, পিতা- জাফর আলম, সাং- হোল্ডিং নং-১০৩ চৌধুরী পাড়া ০৭নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, ০৭। মোঃ মুজিবুর রহমান, পিতা- আমির হাকিম, সাং- হোল্ডিং নং-১০৩ চৌধুরী পাড়া ০৭নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, ০৮। নুর মোহাম্মদ, পিতা- মৃত মজিবুর রহমান, সাং- পশ্চিম কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার, অফিসার ইনচার্জ, জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন