প্রেস বিজ্ঞপ্তি :
০১নভেম্বর সকাল ০৮.০০ টা হতে ২ নভেম্বর সকাল ০৮.০০ টা পর্যন্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই এসএম শরিফুল ইসলাম, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই দেলোয়ার হোসেন, এসআই ইয়াছমিন আক্তার, এসআই সনৎ বড়–য়া, এএসআই কাশেম মিয়া, এএসআই প্রভাকর রায়,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। নেজাম, পিতা- আব্দুল বশর, সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা ৭নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ০২। মোঃ শাহজাহান, পিতা- মৃত নাজিরুজ্জামান, সাং- বানিয়ারছড়া ৪নং ওয়র্ড, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। মোঃ ইয়াসিন প্রঃ ইয়াহিয়া, পিতা-আব্দুর রশিদ, সাং- পাহাড়তলী বড় বাজার, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মীর মোহাম্মদ হোসেন, পিতা- মোঃ আব্দুল মান্নান, সাং- পূর্ব এনায়েত নগর চৌধুরী বাড়ী এল এলসি মিলস ৮নং ওয়ার্ড, থানা ও জেলা- নারায়নগঞ্জ, ০৫। শারমিন আক্তার প্রঃ লাভলী,স্বামী- রিদুয়ান সাং- মধ্যম কুতুবদিয়া পাড়া, এপি সমিতি পাড়া ছালামত উল্লাহর ভাড়াঘর ১নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার, ০৬। মোঃ ইমন, পিতা- নুরুল ইসলাম, সাং- দক্ষিন গোবিন্দাখিল থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ০৭। মোঃ দিহান, পিতা- আঃ মান্নান, সাং- দক্ষিন গোবিন্দাখিল থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ০৮। মোঃ বেলাল, পিতা- মৃত খোরশেদ, সাং- দক্ষিন গোবিন্দাখিল থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ০৯। নয়ন, পিতা- বোরহান উদ্দিন, সাং- দক্ষিন গোবিন্দাখিল থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ১০। মোঃ সিরাজ, পিতা- কাছিম আলী, সাং- কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১১। রহিম উল্লাহ, পিতা- বশির আহম্মদ, সাং- জানার ঘোনা ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার, ১২। বশির আহম্মদ, মৃত মোহাম্মদ উল্লাহ, সাং- জানার ঘোনা ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। ফাতেমা বেগম, স্বামী- বশির আহম্মদ, সাং- জানার ঘোনা ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার ১৪। মিজানুল রহমান, পিতা- মৃত আব্দুল বশর, সাং- ফতের ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। নিজাম উদ্দিন, পিতা- আবুল বশর, সাং- পিটি আই স্কুল, বাচা মিয়ার ঘোনা ৭নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।