বার্তা পরিবেশক:
২৯ অক্টোবর ৩০ অক্টোবর পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃতে,¡ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, এসআই মোঃ মাজেদুল ইসলাম, এসআই মোঃ তৈমুর ইসলাম, এসআই মোঃ মনিরুজ্জামান,এসআই শাহাজ উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। জাফর ছাদেক রাজু, পিতা- আব্দুর সবুর, সাং- মধ্যম বাহারছড়া কফিল উদ্দিনের বাড়ী পৌরসভা, ১০নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ০২। রায়হানুল ইসলাম প্রঃ ছুট্টো, পিতা- গোল মোহাম্মদ, সাং- উত্তর হাজী পাড়া, পাওয়া হাউজ, ঝিলংজা ইউপি থানা ও জেলা- কক্সবাজার, ০৩। রফিকুল ইসলাম, পিতা- মোঃ হানিফ, সাং- পশ্চিম ঝুমছড়ি ০৪নং ওয়ার্ড, পিএম খালী, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোঃ লিমন, পিতা- মুসা আলী, সাং- উত্তর নুনিয়ারছড়া ০২নং ওয়ার্ড,( মিজান কমিশনারের বাড়ীর পার্শ্বে) থানা ও জেলা- কক্সবাজার, ০৫। নুর মোহাম্মদ, পিতা- মৃত নুরুল হুদা, সাং- টেকপাড়া ০৪নং ওয়ার্ড,(সিরাজ খলিফার বাড়ীর পার্শ্বে) থানা ও জেলা- কক্সবাজার, ০৬। মোঃ মাসুদ, পিতা- মৃত মোঃ মোস্তাফিজ মিয়া, সাং- মনপুরা ০৪নং ওয়ার্ড, থানা- মনপুরা, জেলা- ভোলা, ০৭। ছালমা, পিতা- মোঃ মাহমুদ উল্লাহ সাং- কৈয়ারবিল বড়ঘোপ ইউপি, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে উত্তর পাড়া, ০১নং ওয়ার্ড,শারপরীর দ্বীপ ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ০৮। হুমায়ারা, পিতা- নুরুল আলম, সাং- উনচিপ্রাং, ০৩নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, বর্তমানে- ডুলা ফকির রাস্তার মাথা, ০৬নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। মিজানুর রহমান, পিতা- সব্বির আহম্মদ, সাং- মধ্যম পোকখালী ইউপি পোকখালী, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।