কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৮

বার্তা পরিবেশক:

২৬ অক্টোবর সকাল থেকে ২৭সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃতে,¡ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, এসআই মোঃ আনছারুল হক, এসআই এ্যানি রায়, এসআই মোঃ আবুল কালাম, এসআই মোঃ আরিফ উল্লাহ, এসআই মোঃ জহিরুর ইসলাম, এসআই রাজিব পোদ্দার, এসআই মোঃ দেলোয়ার হোসেন, এসআই মোঃ তৈমুর ইসলাম, এসআই রাসেল আহমেদ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, ০১।মোঃ ইউনুস, পিতা- রশিদ আহম্মদ, সাং- মধ্য রাজাপালং, থানা ও জেলা- কক্সবাজার, ০২। দরবেশ আলী আরমান, পিতা- সুলতান আহম্মদ, সাং- দরগাহর বিল, ৮নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। মোহাম্মদ সিদ্দিক, পিতা- মৃত আমির মোহাম্মদ, সাং- আনজুমান, রাজাপালং ইউপি, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। হাফেজ রফিকুল ইসলাম, পিতা- আব্দুর রশিদ, সাং- উত্তর নিদানিয়া, ০৪নং ওয়ার্ড, জালিয়াপাল, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। মোহাম্মদ ইব্রাহিম, পিতা- জামাল উদ্দিন ড্রাইভার, সাং- কালুর পাড়া, ভালুকিয়া, ২নং ওয়ার্ড, রতœাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। মোঃ রফিক উল্লাহ, পিতা- মৃত আব্দুল করিম, সাং- করইবনিয়া, ৭নং ওয়ার্ড, গেয়ালিয়াপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। মোঃ মফিজ উদ্দিন, পিতা- মৃত মোহাম্মদ ইসলাম, সাং- হিজিলিয়া, ৪নং ওয়ার্ড, রাজাপালং ইউপি,থানা ও জেরা- কক্সবাজার, ০৮। মোঃ আবুল আলা রোমান., পিতা- কবির আহম্মদ, সাং- পারিরবিল, ৮নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। নিযামত উল্লাহ,পিতা- আবুল কাশেম, সাং- ভালুখিয়া মাতব্বর পাড়া, ২নং ওয়ার্ড, রতœপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১০। মোহাম্মদ ফারুক, পিতা- রশিদ আহম্মদ, সাং- মধ্য রাজাপালং, ২নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১১। মোঃ ইউনুস, পিতা- মৃত হাজী আবুল কাশেম, সাং- ডেইল পাড়া রাজাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১২। মোহাম্মদ হাশেম, পিতা- আব্দুল আলী, সাং- কামারিপরিবিল, ০৬নং ওয়ার্ড, রতœাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। মোঃ আব্দুল করিম, পিতা- উত্তর পুকুরিয়া, রাজাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। মোঃ আনোয়ারুল ইসলাম, পিতা- মৃত নাজির আহম্মদ, সাং- পূর্ব দরগাবিল, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। শাহ নেওয়াজ, পিতা- মৃত মাস্টার মাহাবুবুল আলম, সাং- উত্তর পুকুরিয়া, রাজাপালং ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১৬। আবদুর রহমান, পিতা- অছিয়র রহমান, সাং উখিয়ারঘাট, ১নং ওয়ার্ড, বালুখালী ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১৭। মাস্টার আবসার কামাল, পিতা- আবুল হাসেম ফকির, সাং- তেলিপাড়া,৭নং ওয়ার্ড, রতœপাল ইউপি, থানা ও জেলা- কক্সবাজার,১৮। মোঃ আবুর কালাম,পিতা- নুরুল হক, সাং- পেতা সওদাগর পাড়া,নুরুর হকের বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার, ১৯। নুরুল আলম, পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- উত্তর গোমাতলী, ৮নং ওয়ার্ড, পোকখালী ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ২০। মোঃ শাকিল, পিতা- সৈয়দ আলম, সাং- ভোমরিয়াঘোনা, ৯নং ঈদগাঁও এ,পি লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ২১।মোঃ রুবেল হোসাইন, পিতা- নুরুল হোসাইন, সাং- নাজিরপাড়া বারবাকিয়া ইউপি,পেকুয়া উপজেলা, এ,পি, পাহালিয়া খালী, বারবাকিয়া, থানা- পেকুয়া জেলা- কক্সবাজার, ২২। মাঃ শাহাজাহান, পিতা- মকতুল হোসেন, সাং- চাকমার কুল (আমিন সিকদারের ভাগিনা) থানা-রামু, জেলা- কক্সবাজার, ২৩। মোঃ মফিজুল আলম, পিতা- মৃত মাহমুদ হোসেন, সাং- খারাইংখালী হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, ২৪। মোঃ হেলাল উদ্দিন, পিতা- আবদুর রশিদ, সাং- আদর্শ গ্রাম কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ২৫। নুরুজ্জামান সোহেল, পিতা- নুরুল আমিন মজুমদার, সাং- কাদলা সওদাগরের বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর,এপি কলাতলী সী-ল্যান্ড রেস্টুরেন্ট, থানা ও জেলা- কক্সবাজার, ২৬। মোঃ আবদুল্লাহ, পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- সৈকত পাড়া, ১২নং ওয়ার্ড থানা ও জেলা- কক্সবাজার, ২৭। জাহাঙ্গীর আলম, পিতা- কুদ্দুস, সাং- কারাং খালী, পশ্চিম মহেষখালী থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২৮। আব্দুল হক, পিতা- ওবাইদুল হক, সাং- ভোমালিয়া ৮নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন