শহর প্রতিনিধিঃ
কক্সবাজার শরের পর্যটন জোনের ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছের্যাব সদস্যরা।
সোমবার (১৪মার্চ) মধ্য রাতে পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টের সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে চাইনিজ ছুরি, ড্যাগার, খুর, একটি অটোরিকসা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন,শাহাবুদ্দিন (২৭), শাহিন আলম রিয়াজ (১৭), রিফাত মিয়া (১৫),সাদ্দাম হোসেন (১৫),জনি কান্তি নাথ (২৩), মোহাম্মদ খোকন (২০)।
র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোহাম্মদ বিল্লাল উদ্দিন জানান, একদল ছিনতাইকারি পর্যটন এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ৫ থেকে ৬ জন ছিনতাইকারি কৌশলে পালিয়ে গেলেও ছয়জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০২টি ড্যাগার, ০১টি ছুরি ও ০১ টি খুর উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের টার্গেট করে টাকা, মোবাইল ও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। দীর্ঘদিন ধরে তারা কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র, সুগন্ধা পয়েন্ট ও লাবণী পয়েন্ট এলাকায় ছিনতাই করে আসছিল। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।