কক্সবাজারে ল্যাবে নতুন ১৪ করোনা শনাক্ত 

ইসলাম মাহমুদ, সিটিএন
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরও নতুন ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ১৭৬ স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট পজিটিভ হয়।

শনাক্তদের মধ্যে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

১২মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন।

সেখানে চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী সনাক্ত করা হয়নি।

করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।


শেয়ার করুন