সংবাদ বিজ্ঞপ্তিঃ
যাত্রী অধিকার দিবস উপলক্ষে ককসবাজার যাত্রী কল্যাণ পরিষদের এক আলোচনা সভা পরিষদ সভাপতি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি এড. আবু হেনা মোস্তফা কামাল, এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সরওয়ার টিপু ও মামুন।
বক্তৃরা বলেন,
দেশে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনায় অজস্র প্রাণহানি, যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলার কেউ নাই। ইচ্ছেমত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে।
কুতুবদিয়া পারাপার ঘাটে করোনা মহামারি লকডাউনের অজুহাতে বর্ধিত ভাড়া এখনো বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এছাড়া মহেশখালী ঘাটেও ইচ্ছে মতো ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
এসব অনিয়ম ও যাত্রী হয়রানি থেকে মুক্তির লক্ষ্য কাজ করে যাচ্ছে ককসবাজার যাত্রী কল্যাণ পরিষদ।