কক্সবাজারে দিনমজুর ও ভিক্ষুকদের পাশে Hands For Education

এম আবদুল্লাহঃ

গতকাল Hands For Education এবং কক্সবাজার মেডিকেল টিম (সুসুক) নিম্নবিত্ত দরিদ্র পরিবারে এবং ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী সম্পন্ন করেন।

কক্সবাজার শহরের বৃহত্তর ঘোনারপাড়া,পাহাড়তলি, ঝাউতলা,শিকদার মহল,আলির জাহাল, দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
লকডাউন অবস্থায় দিনে এনে দিনে খাওয়া মানুষগুলা যেন অচল হয়ে পড়েছে,, তারা পাচ্ছে না তাদের জীবনধারণের সেই একমুটু খাবার টুকু।

সেই মানুষগুলোর পাশে দাড়ানোর ক্ষুদ্র একটি পদক্ষেপ Hands For Education এবং কক্সবাজার মেডিকেল টিম (সুসুক)এর।

তাদের এই মহৎ যারা সহযোগিতা করেছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গণ তাদের আর্থিক সহায়তা, পাশাপাশি কিছু বড় ভাই বোন, আত্মীয়-স্বজনের সহায়তা এবং সকলের একান্ত পরিশ্রমের ফলে এই কর্মসূচী বাস্তবায়ন সফল হয়েছে।


শেয়ার করুন