কক্সবাজারের ৪ টি আসনের সংসদ নির্বাচনের জন্য গণ বিজ্ঞপ্তি জারী

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য গণ বিজ্ঞপ্তি জারী করে ইসি ঘোষিত তফশীলের অনুরূপ তফশীল ঘোষনা করা হয়েছে।

কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ১১ এর ২ ধারা অনুযায়ী ৮ নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনের জন্য পৃথক ৪টি গণ বিজ্ঞপ্তি জারী করে এ তফশীল ঘোষনা করেন।

এর আগে একইদিন ইসি’র ৬৩৮ নং স্মারকমূলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহামদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ৭ অনুচ্ছেদের ১ ও ২ ধারা অনুসারে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং নিয়োগ দেন।


শেয়ার করুন