সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারস্হ হোয়াইক্যং ইউনিয়ন সমিতির মিলনমেলা ও বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার দরিয়া নগরে দিন ব্যাপী এ মিলনমেলা ও বনবোজনে হোয়াইক্যং ইউনিয়নের কক্সবাজারস্হ বিভিন্ন পেশা জীবীরা অংশনেন। পরে অধ্যাপক মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী দুই বছরের জন্য উপদেষ্ঠা পরিষদ গঠিত হয়। ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টারা হচ্ছে, এডভোকেট গোলাম মোস্তফা চৌধুরী, অধ্যাপক আবদুল গফুর, মাওলানা বদিউল আলম, কবির আহমদ চৌধুরী মেম্বার, মো.হাসান মেম্বার, নুরুল কবির মেম্বার, অধ্যাপক জাফর আলম, মাওলানা মফিজ আহমদ ইকবাল, মোহাম্মদ আলম মেম্বার।
সাধারণ সম্পাদক এডভোকেট মঈনুল হোসেন চৌধুরীর পরিচালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিঃ সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট গোলাম মোস্তফা চৌধুরী, অধ্যাপক আবদুল গফুর, মাওলানা বদিউল আলম, নুরুল কবির মেম্বার, অধ্যাপক জাফর আলম, মাওলানা মফিজ আহমদ ইকবাল, মোহাম্মদ আলম মেম্বার, মু.আবুল হাসেম মেম্বার, স্বপন কুমার ভট্টাচার্য, মো. নুর কামাল তাফহীম, জিল্লুর রহমান প্রমূখ।
শেষে সবার অংশ গ্রহণে হাড়িভাঙ্গা, ঝুড়িতে বলনিক্ষেপ ও বেলুন ফাটানো প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।