কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নগদ অর্থ সহায়তা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ

২৩ মে শনিবার কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ আলমগীর।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জেবর মুল্লুক।
, বক্তব্য করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লোকমান সওদাগর, কার্যকরী পরিষদ সদস্য মোঃ আলমগীর ও মোঃ রাশেদ সহ প্রমুখ।
সভায় সাতকানিয়া-লোহাগাড়া সমিতির প্রতিষ্টাতা সদস্য মোঃ ফারুক সওদাগর, আজীবন সদস্য মোঃ রফিক সওদাগর ও সম্মানিত সদস্য হাজ্বী নুরুল আবছার এর মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।


শেয়ার করুন