এরদোগান রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের যে অনুরোধ করলেন 

অনলাইন ডেস্কঃ

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ফের আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। ইস্তানবুলের ডোলমাবাখ প্যালেসে হচ্ছে এ আলোচনা।

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সরাসরি এবারের আলোচনাটির তদারকি করছেন।

তার প্রচেষ্টায় তৃতীয়বারের মতো মুখোমুখি কথা বলতে রাজি হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।

দুই পক্ষ আলোচনায় বসার আগে এরদোগান প্রতিনিধিদের উদ্দেশে কথা বলেন।

প্রতিনিধিদের এরদোগান বলেন, এই যুদ্ধ বন্ধ করার দায়িত্ব আপনাদের দুই পক্ষেরই।

এরদোগান আরও জানিয়েছেন, যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। তাতে দুই পক্ষেরই লাভ হবে।

এ ব্যাপারে এরদোগান বলেন, আমি মনে করি আমরা এখন এমন একটি অবস্থায় আছি, আমাদের একটি ভালো ফলাফল আশা করা উচিত। আপনারা আপনাদের নেতাদের নির্দেশনা অনুযায়ী শান্তির ভিত্তি স্থাপন করছেন।

এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। ন্যাটো সদস্যভুক্ত দেশ হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর তা বন্ধ করতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

বিষয়টি সরাসরি দেখভালো করছেন প্রেসিডেন্ট এরদোগান।

সূত্র: সিএনএন


শেয়ার করুন