এখনো কুতুবদিয়া করোনা শংঙ্খা মুক্ত

নিজস্ব প্রতিনিধি

কুতুবদিয়া উপজেলায় এখনো করোনা কভিড-১৯ থেকে মুক্ত।

সোমবার (১১মে) কুতুবদিয়া উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে বলে প্রচার হয়েছিল তা সঠিক নয়।

প্রকৃত ঘটনা হলো, কুতুবদিয়া উপজেলার মধ্য কৈয়ারবিল গ্রামের জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরে বসবাস করছেন।

তিনি গত ১০মে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্ট করায়। রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

তার ঠিকানা কুতুবদিয়া উপজেলার মধ্য কৈয়ারবিল উল্লেখ করায় তাকে কুতুবদিয়ার করোনা রোগী হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

গত ৩মাসেও সর করোনা রোগী কুতুবদিয়ায় যাননি।

এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান  বলেন, তাকে এখন কক্সবাজার সদর উপজেলার করোনা রোগী বলে গণ্য করা হবে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর বলেন, গত ১০মে যে ৫জনের স্যাম্পল টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল।  ৫টির রিপোর্টই ‘নেগেটিভ’ এসেছে। এর আগে আরো ১৮৩ জনের স্যাম্পল টেস্ট করে তাদের রিপোর্টও সব নেগেটিভ পাওয়া যায়। অর্থাৎ ১১মে সোমবার পর্যন্ত কুতুবদিয়া উপজেলা থেকে স্যাম্পল টেস্ট করা ১৮৮ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

কুতুবদিয়া উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দৃঢ়তার সাথে বলেন, ইনশাআল্লাহ এখনো কুতুবদিয়া উপজেলায় কোন করোনা রোগী সনাক্ত করা হয়নি।


শেয়ার করুন