একজন স্বপ্নবাজ মানুষের গল্প

কুতুব উদ্দিনঃ

প্রতিটি মানুষই স্বপ্ন দেখতে ভালবাসেন। বলা হয়ে থাকে, স্বপ্ন ছাড়া মানুষের জীবন অর্থহীন। কিছু মানুষ স্বপ্ন দেখেন শুধু মাত্র স্বপ্নের তাগিদে, তাদের স্বপ্নগুলো ঘুম ভাঙ্গলেই যেনো নিমিষেই শেষ। আবার পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে বুকে লালন করেন এবং তা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। দেখা যায় সেই সব মানুষেরা তাদের মেধা, শ্রম ও প্রজ্ঞা দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়েন। আসলে সেই সব মানুষেরা হচ্ছেন সৃষ্টিশীল, তাঁরা বাস্তবতায় বিশ্বাসী।
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বেষ্টিত ও সু-উচ্চ পাহাড়ের মিলনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলা ভুমি কক্সবাজার । যেখানে সাগরের নীল জলরাশির ঢেউ এসে খেলাকরে পাহাড়ের পাদদেশে।
এই অপরূপ প্রাকৃতিক লীলাভুমিতে একজন স্বপ্নবাজ মানুষ দেখেছিলেন তাঁর জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। আর সেই আকাশছোঁয়া স্বপ্নকে বাস্তবায়িত করে কক্সবাজার তথা বৃহত্তর চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন এক অপূর্ব সৃষ্টি।
ঐ যে শুরুতে বলেছিলাম কিছু স্বপ্নবাজ সৃষ্টিশীল মানুষ থাকেন যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েই ছাড়েন। তেমনি একজন মানুষ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সন্তান লায়ন মো. মুজিবুর রহমান। তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ স্বপ্নটি দেখেছিলেন এই কক্সবাজারকে নিয়ে। সেই স্বপ্নটি ছিল একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। যেখানে হাটাচলা করবে হাজারো স্বপ্নবাজ তরুণ যারা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে। এবং তিনি তাঁর মেধা, শ্রম, প্রজ্ঞা ও ত্যাগের বিনিময়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। সেই বাস্তব রূপ হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ তাঁর স্বপ্নের বাস্তব রূপে হাটাচলা করছে হাজারো তারুণ্য যারা আগামী দিনে অনেক বড় হবে। এর মধ্য দিয়ে তাঁর স্বপ্নকে তিনি শুধুমাত্র নিজের মাঝে সীমাবদ্ধ রাখেননি সেই স্বপ্নকে তিনি ছড়িয়ে দিয়েছেন পুরো কক্সবাজারবাসীর মাঝে।
আজ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাটি হাটি পা পা করে সারা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম। যেটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। যা আমাদের কক্সবাজারবাসীর জন্য একটা গৌরবের বিষয়। আসুন আমরা সবাই মিলে এই স্বপ্নের ফেরিওয়ালার সুদূর প্রসারী স্বপ্নকে আরও বেশি করে বিস্তার করতে এগিয়ে আসি একসাথে।

লেখক: সহকারি রেজিস্ট্রার ( পিআরও সেকশন )
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।


শেয়ার করুন