সংবাদ বিজ্ঞপ্তিঃ
টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ের ১নং ওয়ার্ডে উলুবনিয়া সীমান্তে মাদক-চোরাচালান বন্ধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক ফোরামের ব্যানারে ১৫ মার্চ সোমবার উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করেন।
সভায় কোরআন তেলোয়াত করেন উলুবনিয়া বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম।
মিজানুর রহমানের পরিচালিত সভায় সভাপতিত্ব করেন স্হানীয় মেম্বার জালাল আহাম্মদ।
প্রধান অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ সিকদার।
মবক্তব্য রাখেন, উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর মুন্সী, সাইফুল ইসলাম সাব্বির মুন্সী, মোহাম্মদ কবির, নাগরিক ফোরামের সভাপতি জাফর আলম সর্দার, সহ-সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ সর্দার, সাধারণ সম্পাদক মনির আলম, এইচ এম ফারুক শরীফ ও সাংবাদিক নুরুল মোস্তফা শাহিন শাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।